প্রকাশিত: Tue, Jan 10, 2023 5:06 PM
আপডেট: Tue, Apr 29, 2025 7:36 AM

আন্দোলনের নামে সহিংসতার উচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত: ওবায়দুল কাদের

সালেহ্ বিপ্লব, হ্যাপি আক্তার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে আজকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। মঙ্গলবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 

মন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর তো গেল, আওয়ামী লীগ কি মোকাবিলা করেনি? আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে কোনো ধরনের ষড়যন্ত্র, যে কোনো ধরনের আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব দিতে প্রস্তুত। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি। কিন্তু এই বিজয় পূর্ণতা পায়নি ততক্ষণ, যতক্ষণ না পাকিস্তানের কারাগারে বন্দি বিজয়ের মহানায়ক শেখ মুজিব মুক্তি পান। তার অনুপস্থিতিতে বিজয় ছিল অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণ বিজয় পূর্ণতা পেয়েছিল ১৯৭২ সালের ১০ জানুয়ারি। আজকের এই দিনের অঙ্গীকার বঙ্গবন্ধুর স্বপ্নের আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করব।  সম্পাদনা: খালিদ আহমেদ